ওয়েব ডেস্ক: টলিপাড়ায় জিৎ দেবের পরিচিতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে, তাদের একসঙ্গে করা দুই পৃথিবী সিনেমা নিয়ে আজও দর্শকের মনে চর্চা কম নয়। সিলেমার বাইরে বন্ধুপূর্ণ সম্পর্ক থাকলেও ভিতরে একে-অপরের প্রতিদ্বন্দী জিৎ এবং দেব। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী বছর দেব ও জিৎ-এর টক্কর হতে পারে!
দেব এবং জিৎ দুজনেই টলিপাড়ার সুপারস্টার হিসাবেই পরিচিত। দুই পৃথিবীর পর এঁদের দুজনকে একসঙ্গে দেখার ইচ্ছা বহুবার প্রকাশ করেছেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। দুজনকে একসঙ্গে বড়পর্দায় দেখা না গেলেও, আগামী বছর দেব ও জিতের জোরদার টক্কর বক্স অফিসে যে হতে চলেছে তা একেবারে স্পষ্ট। বেশ কয়েক বছর ধরে ট্রেন্ড চলছে পুজোয় ছবি মুক্তি। আর দুর্গাপুজোতে বাংলা ছবির শো পাওয়া নিয়ে বিস্তর লড়াই হয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে ঠিক হয়েছে। উৎসবের মরসুমে তিনটের বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। আর এরই মাঝে শোনা যাচ্ছে, দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তি পেতে পারে।
View this post on Instagram
আরও পড়ুন: সি-থ্রু পোশাকে স্পষ্ট মিমির স্তন, আগুন ঝরানো লুক দেখে হাঁ ভক্তরা
জিৎ তাঁর জন্মদিনের দিনই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির প্রথম ঝলক সামনে এসেছে। পরিচালক পথিকৃৎ বসুর এই ছবি ১৫ অগাস্টের আশপাশে মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে দেবের ছবিমুক্তির কথাও আগে শোনা গিয়েছিল। দেব জানিয়েছিলেন, যে তিনি খাদান ২ করবেন নিশপাল সিংয়ের সঙ্গে। তবে সেই ছবি ২০২৬ সালে কবে নাগাদ মুক্তি পাবে, সেই বিষয় এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু, ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তাই মে মাসের পর থেকে বড় বিনিয়োগের বাংলা ছবি মুক্তি পাবে।
দেখুন খবর







